বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তি সাথে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত তরুণ তরুণীদের যথাযথভাবে একজন দক্ষ প্রযুক্তি ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে গঠন করা হয়েছে জাপান বাংলাদেশ রোবটিক্স ও আধুনিক প্রযুক্তি গবেষনা কেন্দ্র। বাংলাদেশ এর তরুণ তরুণীদের রোবটিক্স ও আধুনিক প্রযুক্তিতে স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্টানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে । যার ফলে বাংলাদেশ একদিন বিশ্বের কাছে রোবটিক্স ও আধুনিক যেমনঃ কৃত্তিম বুদ্ধিমত্তা , মেশিন লার্নিং আইওটি , প্রভৃতিতে সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে উঠবে যার কারণে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন অনেকটা এগিয়ে যাবে জাপান থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফরহান ফেরদৌস বলছিলেন এই প্রতিষ্ঠানের কার্যক্রম , লক্ষ্য , সদস্য এবং তাদের অর্জন, কাজের পরিকল্পনা, স্বপ্ন বাস্তবায়নের জন্য কিসের প্রয়োজন ইত্যাদি বিষয়ে ।